শুক্রবার বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক বিষয়টি নিশ্চিত করে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসক আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। প্রথমে তার চিকিৎসক স্ত্রী করোনায় আক্রান্ত হন এবং শুক্রবার পরীক্ষার পর তার শরীরেও করোনা পজিটিভ আসে। তারা দুজনই বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ওই শিক্ষার্থীর বাড়ি গৌরনদী উপজেলায় এবং সে সম্প্রতি কুমিল্লা থেকে বরিশালে এসেছে।
এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার জ্বর, গলাব্যথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত এক বৃদ্ধের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার দুপুরে সে বরগুনার বেতাগী উপজেলা থেকে এ হাসপাতালে ভর্তি হন।
এ নিয়ে বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন চিকিৎসক এবং দুজন নার্সও রয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হওয়ায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। এছাড়া নতুন করে ২৬৬ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৮৩৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।